শীঘ্রই চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত দেশের প্রথম মেট্রোরেল সার্ভিস। চলুন এক নজরে দেখে নেয়া যাক কেমন হবে এর যাতায়াত ব্যবস্থা।
ঢাকা মেট্রোলের টিকিট কেনার সিস্টেম টা এটিএম বুথের মতো। বুথে যেমন কার্ড দিতে হয় পরে টাকা আসে। এটাতেও তেমন সিস্টেম। মেশিনে টাকা দিলে টিকেট বের হবে। আবার কাউন্টার ও থাকবে। আর মাসিক কার্ড ও থাকবে।
মাসিক কার্ড ও এই মেশিনের মাধ্যমে রিচার্জ করতে হবে। এই মেশিনের ভিতর মাসিক কার্ড দিতে হবে। তারপর টাকার জায়গায় টাকা দিয়ে মাসিক অপসনে ক্লিক করে চার্জ করতে হবে। আপনি টিকিট ছাড়া ঢুকতেই পারবেন না। টিকিট /রিচার্জ করা কার্ড প্রেস করলেই গেট খুলবে, নাহলে গেট খুলবেনা।
সুতারাং যারা টিকিট ছাড়া লুকিয়ে যাতায়ত করেন তারা সাবধান। ঢুকতেই পারবেন না যত চেষ্টা করেন! তাছাড়া কোনোভাবে যদি আপনি ঢুকেও যান, টিকেট ছাড়া ট্রেনে ভ্রমণ করলে গুনতে হবে ১০গুন ভাড়ার সম পরিমান জরিমানা।