২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
সর্বশেষ সব

ওয়েবসাইট করতে চান? কোথায় থেকে নিবেন?

Link Copied!

বর্তমান উত্তরাধুনিক শিল্পোন্নয়নের যুগে সবচেয়ে বেশি প্রসার ঘটেছে প্রযুক্তি খাতের। সবকিছুই ধীরে ধীরে ডিজিটালাইজড হচ্ছে। শিক্ষা, প্রশাসন, আইন-আদালত সবকিছুতেই প্রযুক্তির ছোঁয়া। সম্প্রতি অনলাইনে গরুরহাট ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ছোট্ট এই বিষয়টি থেকেই বুঝা যায় প্রযুক্তি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

আগের কাগুজে ইনকিলাব, যুগান্তর আর প্রথম আলো যৌবন হারিয়ে বার্ধক্যে উপনীত। চতুর্দিকে বর্তমানে অনলাইন পোর্টালের ছড়াছড়ি। আগের নামীদামী পত্রিকাগুলোও ঝুঁকছে অনলাইন ভার্সনের দিকে। প্রথমআলো, কালেরকন্ঠ, নয়াদিগন্তসহ প্রায় সব প্রিন্ট পত্রিকাই বর্তমানে তাদের অনলাইন পোর্টাল করে নিয়েছে।

বর্তমানে অনলাইন নিউজপোর্টালের জনপ্রিয়তা বাড়ছেই। যারা বিভিন্নভাবে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত সবাই নিজের একটি আলাদা পরিচিতির জন্য নিউজপোর্টাল খুলে নিচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি নিজের একটি আইডেন্টিটি তৈরি করতে কে না চায়! এ স্বপ্ন সবারই…

কিন্তু সঠিক পরামর্শ, দিক নির্দেশনা এবং উপযুক্ত সেবা না পেলে সে স্বপ্ন অংকুরেই বিনষ্ট হতে পারে যেকোনো সময়। কারণ নিউজপোর্টাল বিষয়ে সবার জ্ঞান সমান না থাকার কারনে, বিভিন্ন আজেবাজে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা ওয়েবসাইট খুলে নানাভাবে প্রতারিত হয়েছেন। অনেক ক্ষেত্রে যারা এগুলো খুলে দিচ্ছে তাদের নিজেদেরও এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই।

নাগরিক আইটি ডটকম আমাদের এই অল বাংলা ট্রিক্স ওয়েবসাইটসহ অসংখ্য নিউজপোর্টাল, ইপেপার, অনলাইন টিভি, ইকমার্স, ব্যক্তিগত, ব্যবসায়িক, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি ওয়েবসাইট তৈরি করেছে। তাই যদি স্বল্পমূল্যে, উন্নত সেবা এবং মানসম্মত সার্ভিসের নিশ্চয়তা চান তবে নাগরিক আইটি থেকে আপনার চাহিদা অনুযায়ী যেকোনো ওয়েবসাইট করিয়ে নিতে পারেন।

নাগরিক আইটির ডিজাইন করা নিউজপোর্টালের কিছু ডেমো ওয়েবসাইট নিচে দেয়া হলো- আপনার যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে, সেই ডিজাইনের-ই তৈরি করে দেয়া হবে। ডিজাইন এবং সার্ভিস অনুযায়ী মূল্য খুবই কম।

? নিউজপেপার ডেমো। সর্বমোট ৫০০০টাকা।
1✅ coxsbazarsangbadprotidin.com
2✅ https://provatsangbad.com
3✅ https://magurabdnews24.com
4✅ https://bholahatchitro.com
5✅ https://dblivenews24.com
6✅ https://dbcjournal24.com

?️?️ টিভি ওয়েবসাইট। ৬০০০টাকা।
? https://tv.nagorikit.com
? https://projonmotv.com
? https://ncbnewstv.com

? সর্বমোট ৬০০০ টাকা◽
✅ https://parbattasomoy.com
✅ https://dainikbanglarkantho.com
✅ https://thedailysylhet.com
✅ https://chapaitribune.com

? সর্বমোট ১০,০০০টাকা
✅ nobobarta24.com
✅ https://protisomoy.com
✅ https://news.nagorikit.com
✅ https://matra24.com

▫️

সাথে যা যা পাবেন-
“”””””””””””””””””””””””””””””””””””””
➤ .Com Domain
➤ Hosting
➤ SSL Security Certificate
✔ লোগো ডিজাইন।
✔ সারাজীবন যেকোনো সমস্যায় ফ্রি সার্ভিস।
✔ অন্য কোনো হিডেন চার্জ নেই। উল্লেখিত মূল্যের বাইরে আর কোনো খরচ নেই।

✅ অর্ডার করার নিয়মঃ
?ডেমো পছন্দ করে মাত্র ২০০০ টাকা বিকাশ করেই অর্ডারটি কনফার্ম করা যাবে। ওয়েবসাইট বুঝে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে হবে।

✅ ?অর্ডার করার ৩০মিনিটের মধ্যে ওয়েবসাইট ব্রাউজ করে কাজ শুরু হয়েছে দেখা যাবে।

⛔ ২৪ঘন্টার মধ্যে ওয়েবসাইট ডেলিভারি দেয়া হয়। এবং ডেলিভারি পরবর্তী লাইফটাইম সার্ভিস দেয়া হবে, তাই ওয়েবসাইট চালাতে পারবেন নিশ্চিন্তে।
⭕ যারা ওয়েবসাইট কিভাবে চালাবেন জানেন না, তাদেরকে শিখিয়ে দেয়া হবে। মোবাইল এবং পিসি ল্যাপটপ দিয়ে খুব সহজে নিউজ পোস্ট করা যাবে।

?সতর্কীকরণঃ
?কমদামে ওয়েবসাইটের লোভে পরে বিভিন্ন অখ্যাত কোম্পানির ফাঁদে পা দিবেন না। আমাদের কাছে প্রতিমাসে এমন অনেক কাস্টমার আসে যারা বিভিন্ন যায়গায় টাকা দিয়ে ধরা খেয়েছেন এমন অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
যেখানেই করেন, তাদের নিজের ডিজাইন করা অন্তত ১০টি ডেমো দেখে তারপর কাজ দেয়া উচিত।
?তারা কতদিন ধরে বিজনেস করছে সেটাও দেখে নেয়া উচিত।
? কমদামে অফার দিয়ে ২মাস পরে তাদের পেইজ, নাম্বার সবকিছু বন্ধ করে আবার নতুন নামে পেইজ খুলে একই কাজ শুরু করে।
? তাই ভালো কোনো কোম্পানি থেকেই করুন যাদের কাজের অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন ধরে মার্কেটে টিকে আছে।
? যারা হুট করে কোম্পানি খুলে লোভনীয় অফার দিচ্ছে, তারা হুট করেই নাই হয়ে যাবে এটা ১০০% নিশ্চিত থাকেন। এদের কেউ আজ পর্যন্ত মার্কেটে টিকে থাকতে পারে নাই। টিকে থাকতে পারবেওনা এটা সহজেই বুঝা যায়। কারন তারা যেই দামে দিচ্ছে, ভালো একটা ওয়েবসাইটের খরচও তারচেয়ে বেশি। লাভের হিসাব পরে করতে হবে ।

নাগরিক আইটি ৫ বছর ধরে সফলতার সাথে বিজনেস করে যাচ্ছে। আমাদের রয়েছে হাজারের অধিক কাজের অভিজ্ঞতা।
অর্ডার নেয়ার আগে আমরা গ্রাহককে আমাদের নিজেদের ডিজাইন করা কিছু ডেমো দেখাই, যাতে গ্রাহক বিভিন্ন ডিজাইন থেকে পছন্দ করতে পারে। ডেমো গুলো আমাদের পূর্ববর্তী গ্রাহকদের, যাতে গ্রাহক আমাদের কাজের কুয়ালিটি সুম্পর্কে নিশ্চিত হয়ে নিতে পারেন।

আমাদের পূর্বের গ্রাহকদের ডিজাইন করা ওয়েবসাইট গুলো ২/৩/৪/৫ বছর ধরে রানিং আছে, যা আমাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে।

যে কোনো প্রয়োজনে কমেন্ট /মেসেজ করুন।

কল করুন ☎️ 01521 438601

ফেইসবুক পেইজঃ Facebook.com/nagorikit

? ইমেইল- nagorikit@gmail.com

? www.nagorikit.com

? আমাদের ঠিকানা:
পুর্বাচল সফটওয়্যার পার্ক, (বসুন্ধরা আবাসিক এর পুর্ব পাশে), কুড়িল বিশ্বরোড, ঢাকা- ১২৩০

আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করুন। চ্যানেল লিংক:  ক্লিক করুন 
error: Content is protected !!