২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
সর্বশেষ সব

গোগল আপনার কি কি গোপন বিষয় জানে দেখলে অবাক হবেন!

Link Copied!

মাঝে মাঝেই বিভিন্ন কোম্পানির ডাটা ফাঁস বা তথ্য চুরির শিরোনাম চোখে পড়ে। বর্তমান এই প্রযুক্তির যুগে আপনি আমি যেন পণ্য; সবাই আমাদের নিয়ে বিজনেস করছে। ফেসবুক, গুগল বা ইউটিউব যেটাই বলেন সবার কাছে আমাদের পরিচয় আমরা তাদের পণ্য। আমরা ফোনে যত অ্যাপ ইউজ করি এগুলো সহ ফেসবুকের কাছে আমাদের ফোন কলের হিস্টোরি থেকে শুরু করে কি নেই? অপরদিকে গুগল ছাড়া আমরা যেন অসহায়। আজকে আলোচনা করবো এই গুগল মামাকে নিয়েই। চলুন দেখি এই গুগল আপনার সম্পর্কে কি কি জানে…

বর্তমানের প্রায় সব মোবাইলেই অটোমেটিক লোকেশন অন হয়ে থাকে বিভিন্ন প্রয়োজনে। যারা মোবাইলে লোকেশন অন করে রাখেন সবসময় তারা ফোনে গুগল ইউজ করার শুরু থেকে আজ পর্যন্ত কবে, কোথায় গিয়েছিলেন বিস্তারিত দেখে নিনঃ https://goo.gl/5d1yYh

আজ পর্যন্ত গুগলে কবে কি সার্চ দিয়েছেন দেখে নিন। অনেক সময় আমরা সার্চ হিস্টোরি ডিলেট করে দেই। সার্চ হিস্টোরি ডিলিট করা থাকলেও এই সিস্টেমে সবকিছু দেখা যাবে। https://goo.gl/weWK82

আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ করি, গুগল সেটাকে মার্ক করে রাখে। এবং পরবর্তীতে সেটা বিবেচনা করে এড প্রদর্শন করা হয়। আপনার বয়স, ওজন, লিঙ্গ, শখ, ক্যারিয়ার, লোকেশন, রিলেশনশিপ স্ট্যাটাস এসবের উপর ভিত্তি করে গুগলের তৈরি করা আপনার এড প্রফাইলটি দেখুনঃ https://goo.gl/cmhDt6

বিভিন্ন সময়, বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইটে জিমেইল আইডি ব্যবহার করে থাকি। গুগলের একাউন্ট দিয়ে আজ পর্যন্ত যে যে অ্যাপ্লিকেশনে লগইন করেছেন সব দেখে নিনঃ https://goo.gl/19WBTe

গুগলের কাছে আমাদের কি কি ডাটা আছে আপনি কল্পনাও করতে পারবেন না। কল্পনা না করে সরাসরি সকল ডাটা ডাউনলোড করে দেখুনঃ https://goo.gl/9m3Tts

সত্যি কথা বলতে আমরা নিজেদের সম্পর্কে যা না জানি গুগল আমাদের সম্পর্কে তার চেয়েও অনেক বেশি জানে।
শুধু গুগলেই এই কাজটি যে করছে তা নয়। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কোথায় যাচ্ছি, কি পছন্দ, কি অপছন্দ এমনকি আমরা যখন কোনো বিষয়ে অন্য কারো সাথে কথা বলি সেগুলোও ট্র‍্যাক করা হয়। কিছুক্ষন পরই দেখা যায় বিভিন্ন কোম্পানির নামে সে বিষয়ের সার্ভিস নিয়ে এসএমএস আসা শুরু হয়ে গেছে।

ফেসবুক, মেসেঞ্জার, ইমু, হোয়াটস আ্যাপ ইত্যাদি কোনো অ্যাপ ব্যবহার করে কারো সাথে কোনো বিষয় বা বস্তু নিয়ে কথা বলার পর দেখা যায় সে বিষয় সম্পর্কিত বিষয়ের এড/বিজ্ঞাপন আপনাকে দেখানো হচ্ছে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আপনার ফোনো কন্টাক্ট নাম্বার থেকে শুরু করে ছবি-ভিডিও সবকিছুই তাদের হাতের মুঠোয়। আপনার অতি গোপন বিষয়টিও তাদের কাছে অজানা নয়।

এতোদিন কি ভেবেছেন? গুগল আপনাকে ফ্রি ফ্রি এতোসব সেবা দিয়ে যাচ্ছে?? মোটেইনা! আমরা আসলে এইসব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর খেলার পুতুল এক ধরনের পণ্য এবং আমাদের কোনোকিছুই নিরাপদ নয়।

আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করুন। চ্যানেল লিংক:  ক্লিক করুন 
error: Content is protected !!