২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
সর্বশেষ সব

ঘরে বসেই জিডি (সাধারণ ডায়েরি) করুন এবং আপডেট জেনে নিন। Lost & Found

Link Copied!

আপনার মোবাইল হারিয়ে গেলে অথবা অন্যান্য যে কোনো প্রয়োজনে ঘরে বসেই জিডি বা সাধারণ ডায়েরির আবেদন করা যাবে। জিডির যোগ্য বিভিন্ন বিষয়ে জিডির জন্য আবেদন করতে লষ্ট এন্ড ফাউন্ড অ্যাপস ও ওয়েবসাইট (ওয়েবসাইট লিংক-103.95.38.179) ব্যবহার করুন। নিন্মে বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে, পুরো বিষয়টা জেনে রাখুন কারন কার কখন কাজে লাগে বলা যায়না।

প্রাথমিক পর্যায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় পরীক্ষামূলকভাবে অনলাইনে জিডি আবেদনের কার্যক্রম চলমান রয়েছে। এবং প্রতিনিয়ত এর আওয়া সম্প্রসারণ করা হচ্ছে।

কি কি বিষয়ে অভিযোগ করতে পারবেন:

• আপনার চুরি হওয়া, হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয়সহ যে কোন বিষয়ে পুলিশের নিকট অভিযোগ করতে লষ্ট এন্ড ফাউন্ড অ্যাপস্‌ এবং ওয়েব পোর্টাল ব্যবহার করুন।

• অভিযোগের বিষয়টি যদি জিডির যোগ্য হয় তাহলে সেটি জিডি নং ও তদন্তকারী অফিসারের বিবরণীসহ মোবাইলে এসএমএস দেওয়া হবে এবং আপনাকে ডিজিটাল জিডির কপি প্রেরণ করা হবে।

• অভিযোগের বিষয়টি যদি মামলার যোগ্য (আমলযোগ্য অপরাধ) হয় সেক্ষেত্রে অভিযোগের প্রিন্ট কপি অথবা অভিযোগের কোড নং সহ আপনাকে থানায় উপস্থিত থাকতে হবে।

• সংশ্লিষ্ট থানা হতে আপনার অভিযোগের ধরণ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাকে অবগত করা হবে।

অভিযোগ করার জন্য যা প্রয়োজন :

• আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্মসনদপত্র নম্বর অথবা পাসপোর্ট
নম্বর।

• আপনার সচল মোবাইল।

• আপনার লাইভ ছবি।

সুবিধা সমূহ :

• খুব সহজে আপনার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন।

• আপনার অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

• আপনার অভিযোগের তদন্তকারী অফিসারের সহিত অনলাইনে যোগাযোগ
করতে পারবেন।

• অনলাইনে আপনার অভিযোগ (জিডি) কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি ইমেইল করতে পারবেন।

• লষ্ট ও ফাউণ্ড ডাটাবেজে যেকোনো জানমালের বিবরন দিয়ে সার্চ করতে পারবেন।

প্লে স্টোর থেকে ডাউনলোড করতে
https://play.google.com/store/apps/details?id=com.opus_bd.lostandfound

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ পুলিশ বাহিনীর মহোতী উদ্যোগ গ্রহণ করার জন্য।

আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করুন।

চ্যানেল লিংক Youtube.com/allbanglatricks

 

ধন্যবাদ।

আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করুন। চ্যানেল লিংক:  ক্লিক করুন 
error: Content is protected !!