আকাশ নিয়ে জানার আগ্রহ নেই এমন লোক খুঁজে পাওয়া যাবেনা। আমরা খালি চোখে যা দেশি তাতে আমরা আকাশ সম্পর্কে ১লক্ষ ভাগের ১ভাগও দেখতে এবং জানতে পারিনা। সুবিশাল এ আকাশের রয়েছে অসীম সীমা আর অফুরন্ত জ্ঞান ভান্ডার। এর সৌন্দর্য উপভোগ করার সুযোগ কে না পেতে চায়?
এইতো কদিন আগে গত ২০জুলাই মাত্র ১০মিনিটের জন্য মহাকাশ ঘুরতে গিয়ে শতকোটি টাকা খরচ করলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
আমাদের এতো টাকা না থাকলে কি আমরা মহাকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবোনা?
এখন প্লেস্টোরে মহাকাশের রিয়েল ভিউ দেখার জন্য অনেক অ্যাপ পাওয়া যাচ্ছে। যেগুলোর মাধ্যমে আমরা মহাকাশ দর্শনের আকাঙ্ক্ষা কিছুটা হলেও পুরন করতে পারবো। সত্যিই অনেক অবাক করা বিষয় দেখা যাবে এই সকল অযাপে যা হয়তো আমরা কখনো দেখিনি বা কল্পনাও করিনি।
এই রকমই একটি অ্যাপের নাম Sky Safary. তাছাড়া Sky walker সহ রয়েছে না ধরনের অ্যাপ।
যাদের আকাশ পর্যবেক্ষণ এর প্রতি আগ্রহ আছে, তারা এই অ্যাপ টি অবশ্যই ডাউনলোড করতে পারেন।
Sky safari and sky safari pro (paid)
এতে location set করা যায়।যাদের মোবাইল কম্পাস আছে তারা live দেখতে পারেন।
আকাশ এর অবস্থা অনুযাই নক্ষত্র কিংবা গ্রহের উজ্জ্বলতা (magnitude) সেট করা যায়।
এটা তে শুধু নক্ষত্র না। গ্রহ, ছায়াপথ, ধূমকেতু, স্যাটেলাইট, গ্রহাণু এগুলোও দেখা যায়।
আবার সময় আগে পিছে নিয়ে এগুলোর ভবিষ্যৎ এবং পূর্বের অবস্থান ও উজ্জ্বলতা পর্যবেক্ষণ করা যায়।
সেটিং এ গিয়ে এগুলোও ঠিক করতে হবে।
Horizon and no horizon option ও আছে।
দিবা রাত্রির বাস্তব চিত্রসহ রাতের আকাশ আপনাকে মুগ্ধ করবে।