ট্রেড লাইসেন্স রিনিউ করার নিয়ম। না করলে কি হবে? : All Bangla Tricks
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সর্বশেষ সব

ট্রেড লাইসেন্স রিনিউ করার নিয়ম। না করলে কি হবে?

Link Copied!

ইতিপূর্বে কিভাবে ট্রেড লাইসেন্স কি এবং কিভাবে ট্রেড লাইসেন্স করতে হয় সে ব্যাপারে আমরা জেনেছি। দেখুন এখানে:

আজ জানবো কিভাবে রিনিউ করতে হয় এবং রিনিউ এর সময় পার হয়ে গেলে কি কি সমস্যায় পড়তে হতে পারে।

ট্রেড লাইসেন্স নবায়নঃ
১। পূর্বের ট্রেড লাইসেন্স নিয়ে দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।
২। দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর বিষয়ক কর্মকর্তা নবায়নকৃত ট্রেড লাইসেন্স প্রদান করবেন।
৩। ফি: লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্সের সমপরিমাণ। এই ফি আগের মতোই লাইসেন্স ফরমে উল্লিখিত ব্যাংকে প্রদান করতে হয়।

প্রশ্ন : ট্রেড লাইসেন্স যদি এক বা একাধিক বছর হালনাগাদ (Renew) করা না হয়, তাহলে কি ট্রেড লাইসেন্স বাতিল হয়ে যাবে ??

উত্তর : প্রতি বছর ট্রেড লাইসেন্স হালনাগাদ (Renew) করা হয় যাতে করে ট্রেড লাইসেন্স এর কার্যকারিতা বহাল থাকে এবং আপনার ব্যবসার বৈধতা বজায় থাকে । তারমানে আপনি যদি ট্রেড লাইসেন্স হালনাগাদ (Renew) না করেন তাহলে আপনার ব্যবসার বৈধতার অন্যতম যে ডকুমেন্ট সেটি তার কার্যকারিতা হারাবে তবে আপনার ট্রেড লাইসেন্স বাতিল হয়ে যাবে না ।

প্রশ্ন: তাহলে কি হবে ???

উত্তর: আপনি যদি আপনার ট্রেড লাইসেন্স হালনাগাদ(Renew) না করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স এর বিপরীতে প্রতি মাসে আপনার ট্রেড লাইসেন্স ফি এর ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে অর্থাৎ বছরে ১২০% জরিমানা দিতে হবে পরবর্তীতে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে করতে গেলে । এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ (Renew) না করার জন্য ট্রেড লাইসেন্স অথরীটি চাইলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারে । সেক্ষেত্রে আপনাকে জরিমানা প্রদান করে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে হবে ।

ধরা যাক, আপনার ট্রেড লাইসেন্স ফি ৫০০০টাকা। আপনি যদি ১বছর রিনিউ না করেন অর্থাৎ ২বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে সর্বমোট জরিমানা সহ ৫০০০+৬০০০=১১০০০ টাকা প্রদান করতে হবে।

ধন্যবাদ।

আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করুন। চ্যানেল লিংক:  ক্লিক করুন 
error: Content is protected !!