খারাপ ভিডিও বা পর্ণ ভিডিও সার্চ বন্ধ করবেন কিভাবে? : All Bangla Tricks
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সর্বশেষ সব

খারাপ ভিডিও বা পর্ণ ভিডিও সার্চ বন্ধ করবেন কিভাবে?

Link Copied!

بسم الله الرحمن الرحيم
আসসালামু আলাইকুম,
আপনাকে বলছি, (হে যুবক ভাই-বোন) সাবধান।
আপনি নিজে এবং আপনার ছোট ভাই-বোন, ফ্যামিলি, আত্মীয়স্বজন অথবা কাছের বন্ধুটিকে পর্নোগ্রাফির আক্রমন থেকে রক্ষা করতে সামান্য একটা কাজ করুন। তাহলে শয়তানের কুমন্ত্রনায় পড়ে, চাইলেও কেউ পর্নোগ্রাফি দেখতে পারবে না, ইন শা আল্লহ্। আমাদের দেশে, সমাজে, গ্রামে, নিজের বন্ধু, নিজের পরিবারে এমনকি আমরা নিজেই পর্নোগ্রাফিতে আসক্ত। এমন অনেক মানুষ আছে, তাদের অনেকের এই গোপন, খারাপ ও পাপিষ্ঠ অভ্যাসটা আমরা জানি, আবার অনেকের জানি না। বরং কারো এই অভ্যাস থাক আর না থাক, আমরা সকলে আমাদের পরকালের স্বার্থে, দ্বীনের খাতিরে এবং মুসলিম যুব-সমাজকে পশ্চিমা ও ইহুদী-খ্রিস্টানদের মুসলিম জাতিকে ধ্বংসের কু-পরিকল্পনা থেকে রক্ষার জন্য এই সামান্য কাজটা করি।

আপনাকে যে ছোট্টো কাজটা করতে হবে

ধাপ- ০১: আপনার স্মার্টফোনের setting অপশনে যান।

ধাপ-০২: setting অপশনের মধ্যে wireless connection / other wireless connection / connection & sharing / network & internet অপশনে যান।

ধাপ-০৩: wireless connection অপশনের মধ্যে private DNS অপশনে যান।

ধাপ-০৪: private DNS অপশনের মধ্যে designated private DNS অপশনে ক্লিক করলে একটি লিংক বার আসবে।

ধাপ-০৫: এখন লিংক বারটিতে
adult-filter-dns.cleanbrowsing.org
অ্যাড্রেসটি এন্ট্রি করে save করে দিন।

1. Setting=>
2. Wireless connections=>
3. Private DNS=>
4. Designated private DNS=>
5. adult-filter-dns.cleanbrowsing.org=>
6. save.
তবে সবচাইতে উত্তম লিংক হচ্ছে –
family-filter-dns.cleanbrowsing.org

ডেক্সটপের ক্ষেত্রে

গোগল ক্রম ব্রাউজারের সেটিংসে Private DNS এ উপরের কোডটি বসিয়ে দিন।

অথবা

ব্রাউজারে AdBlocker এক্সটেনশন টি ইনস্টল করে নিন।↑ ↑ ↑

[ অতিরিক্ত সংযুক্তি:
যদি কারো ফোনে উল্লিখিত পদ্ধতিতে না করা যায়, তবে দয়া করে নিচের নির্দেশনাগুলো দেখুন : ↓ ↓ ↓
[পূর্বের পদ্ধটি উত্তম, না পারলে নিচে দেখুন]
১) না পেলে privet DNS লিখে settings এ search দিন।

২) না পেলে পোস্টে দেওয়া লিংকে ক্লিক করুন।

৩) যাদের ফোনে অপশন নেই, তারা গুগলে গিয়ে –
Google > Settings > General > Safe search
এ গিয়েও করতে পারেন।

৪) অথবা, https://play.google.com/store/apps/details?id=iO.funswitch.blocker প্লে-স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিন।

৫) অথবা,
https://k9-web-protection.en.softonic.com/ থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিন।
দিক নির্দেশনার জন্য –
https://youtu.be/iTsH6INGdCk দেখুন। ]

ইংশ্যাআল্লহ্,
এখন আপনি নিজে বা অন্য কেউ চেষ্টা করলেও পর্নোসাইটে যেতে পারবেন না।
[ বি.দ্র: পর্নোগ্রাফি হচ্ছে ধর্ষন উদ্দীপনার অন্যতম ফ্যাক্টর ]
আসুন নিজে সুরক্ষিত হই, এবং অন্যের সুরক্ষা নিশ্চিত করি।
আর যে কোনো ব্যক্তির ফোন হাতে পেলেই আমরা সবাই এই কাজটা করে ফেলবো। তাতে কারো অজান্তেই যদি আমরা তার উপকার করতে পারি, তাহলে আল্লাহর কাছে কল্যাণকামী হতে পারবো…ইনশআল্লহ্।

আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করুন। চ্যানেল লিংক:  ক্লিক করুন 
error: Content is protected !!