eSIM কি? কোন কোন ফোনে এই সিম কাজ করবে? বিস্তারিত। : All Bangla Tricks
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সর্বশেষ সব

eSIM কি? কোন কোন ফোনে এই সিম কাজ করবে? বিস্তারিত।

Link Copied!

উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শুরু হলো ভার্চুয়াল সিমের যাত্রা। প্রথমবারের মতো গ্রামীনফোন এই সেবা চালু করার ঘোষনা দিলেও সব ফোনে মিলবেনা এ সেবা।

প্রথমবারের মতো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল সিম কার্ড বা ই-সিম ব্যবস্থা চালু করছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীনফোন।

ই-সিম মানে এম্বেডেড সিম, অর্থাৎ একধরণের সিম, যেটা ব্যবহার করতে ফোনে কোনও রকম সিম কার্ড ঢুকাতে হয় না। এতে প্লাস্টিকের ব্যবহারও কম হয়। সম্পূর্ণ বিশ্ব এগিয়ে চলেছে শ্যমল প্রযুক্তির পথে। আমাদেরও তাই করা উচিত। ই-সিমের সাথে আমরা প্রাকৃতিক বর্জ্য পরিমাণ কমিয়ে আনতে পারবো। এটা আমাদের সৌভাগ্য হবে যদি এই পৃথিবীকে আরও সুন্দর, আরও সবুজ বানাতে যদি আমরা একসাথে হাতে হাত রেখে কাজ করতে পারি।

নতুন এই সিমটি প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের বদলে সরাসরি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকবে। শুধুমাত্র ইনস্টল করা নির্দিষ্ট ডিভাইসেই এই ই-সিম ব্যবহার করা যাবে।

ই-সিম এর সুবিধা

নিরাপদকারণ হারানোর ভয় নাই

সহজখুব সহজেই ইন্সটল করা যায়

পরিবেশবান্ধবপ্লাস্টিক সিমের প্রয়োজন নাই

মঙ্গলবার (১ মার্চ) ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় গ্রামীণফোন জানিয়েছে, এখন থেকে গ্রামীণফোনের নতুন সিম কার্ড কেনার পাশাপাশি ব্যবহৃত নম্বরটি ই-সিম হিসেবে প্রতিস্থাপন করা যাবে।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করেছে। তবে, অল্প কিছু সংখ্যক মডেলের ডিভাইসেই ই-সিম ব্যবহার করা যাবে।

ই-সিম সংযোগ পেতে করণীয়: গ্রামীণফোনের নতুন ই-সিম সংযোগ পেতে হলে ই-সিম সার্পোট করে এমন ডিভাইস নিয়ে গ্রামীণফোনের এক্সপেরিয়েন্স সেন্টার (ঢাকা ও চট্টগ্রাম) এবং নির্ধারিত গ্রামীণফোন সেন্টারে গিয়ে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া শেষ করে ই-সিমের জন্য অনুরোধ করতে হবে। সিম কেনার প্রক্রিয়া অনুসরণ করে, গ্রামীণফোনের অনলাইন শপের মাধ্যমেও ই-সিমের জন্য অনুরোধ করা যাবে।

ই-সিম সমর্থন করে এমন ডিভাইসে থাকা ক্যামেরা দিয়ে কিউআর কোড স্ক্যান করে ই-সিম সক্রিয় করতে ইন্টারনেট সংযোগ (মোবাইল ডাটা অথবা ওয়াইফাই) চালু করতে হবে। এর ফলে প্রচলিত সিম কার্ডে যে ঝামেলা রয়েছে তা দূর হবে।

কোন কোন মোবাইল সেটে ই-সিম ব্যবহার করা যাবে-

List of eSIM Supported Handsets

Apple

  1. iPhone 13, 13 Pro, 13 Pro Max, 13 Mini
  2. iPhone 12, 12 Pro, 12 Pro Max, 12 Mini
  3. iPhone SE
  4. iPhone 11, 11 Pro, 11 Pro Max
  5. iPhone XS, XS Max
  6. iPhone XR
  7. iPad Pro 12.9‑inch (4th generation)
  8. iPad Pro 12.9‑inch (3rd generation)
  9. iPad Pro 11‑inch (2nd generation)
  10. iPad Pro 11‑inch (1st generation)
  11. iPad Air (4th generation)
  12. iPad Air (3rd generation)
  13. iPad (8th generation)
  14. iPad (7th generation)
  15. iPad mini (5th generation)

Samsung

  1. Samsung Galaxy S22 5G, Ultra 5G, S22+ *(official version will support eSIM by April 01, 2022)
  2. Samsung Fold LTE model
  3. Samsung Galaxy Z Fold3 5G
  4. Samsung Galaxy Z Flip 5G
  5. Samsung Galaxy Z Flip
  6. Samsung Galaxy Z Fold2 5G
  7. Samsung Galaxy Fold
  8. Samsung Galaxy S21+ 5G *(coming soon)
  9. Samsung Galaxy S21 Ultra 5G *(coming soon)
  10. Samsung Galaxy Note 20 FE 5G *(coming soon)
  11. Samsung Galaxy Note 20 FE *(coming soon)
  12. Samsung Galaxy Note 20, 20+, 20 Ultra, Ultra 5G *(coming soon)
  13. Samsung Galaxy S20, S20+, S20 Ultra *(coming soon)

Google Pixel

  1. Google Pixel 6 Pro
  2. Google Pixel 6
  3. Google Pixel 5a 5G
  4. Google Pixel 5
  5. Google Pixel 4a
  6. Google Pixel 4
  7. Google Pixel 3 & 3XL (Limited support)
  8. Google Pixel 2

বহু নেটওয়ার্ক এবং নম্বর একটি ই-সিমে সংযুক্ত করা যাবে। তবে এটি নির্ভর করবে হ্যান্ডসেটের ওপর। এর মাধ্যমে বিশ্বজুড়েই নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা নিশিচত হবে। গ্রাহকরা ই-সিমে একাধিক নম্বর ব্যবহার করতে পারবেন, যা ভ্রমণকারীদের জন্য আরো স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। সল্যুশনটি যেহেতু ডিভাইসের সাথে এমবেড করা থাকবে, তাই এক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতিতে কিছু করার প্রয়োজন হবে না। ব্যবহারকারীদের তথ্য ডিজিটাল ফরম্যাটে স্টোর করা থাকবে বলে ই-সিম উন্নত নিরাপত্তা প্রদান করবে।

ই সিম যুগে প্রবেশের মাধ্যমে প্রচলিত সিম এবং ফোনের থাকা সিমের ট্রে এর ধারনা পালটে যাবে।

 

আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করুন। চ্যানেল লিংক:  ক্লিক করুন 
error: Content is protected !!