ফোন নাম্বার, মেসেজ, অ্যাপস এক মোবাইল থেকে আরেক মোবাইলে কিভাবে নিতে হয়। : All Bangla Tricks
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সর্বশেষ সব

ফোন নাম্বার, মেসেজ, অ্যাপস এক মোবাইল থেকে আরেক মোবাইলে কিভাবে নিতে হয়।

Link Copied!

আসজা করি সবাই ভালো আছেন। এই ট্রিক টি আশা করি সবার কাজে লাগবে।  How to backup contacts, sms, call log and apps.

কিভাবে এক ফোন থেকে আরেক ফোনে অথবা আপনার পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলে পুরায়ন মোবাইলের সব কন্টাক্ট নাম্বার, এস এম এস, এমনকি ডায়াল এবং ইনকামিং নাম্বারের কল লগ ট্রান্সফার করতে হয় সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো। তাছাড়া পুরাতন মোবাইলের অ্যাপ এবং গেমস ও ব্যাক আপ করে নতুন মোবাইলে নিয়ে নিতে পারবেন।

এটা কয়েকভাবে করা যায়।

১/ অ্যাপ ছাড়া। অর্থাৎ ফোনের অপশন থেকে মেনুয়ালি করা। (অ্যাপ ছাড়া করতে চাইলে ইউটিউব থেকে এই ভিডিওটি দেখুন। লিংক)

২/ অ্যাপ ব্যবহার করে।

আমি এখন ২য় পদ্বতি টি আপনাদের দেখাবো।

প্রথমে প্লে স্টোর থেকে নিচে দেখানো অ্যাপটি ইনস্টল করে নিন।

অ্যাপটি ওপেন করার পর অনেকগুলো অপশন দেখা যাবে।

আপনার পছন্দমতো অর্থাৎ যেগুলো আপনি ট্রান্সফার করতে চান সেগুলোতে ক্লিক করুন..

অর্থাৎ আপনি যদি এস এম এস গুলো সব অন্য ফোনে নিতে চান, তাহলে SMS এ ক্লিক করতে হবে

তারপর ব্যাকআপ অপশনে ক্লিক করে ব্যাক আপ করে নিন

ব্যাকআপ করার পর আপনার ফোন মেমোরিতে একটি ফাইল সেভ হবে যেটা ব্যাকআপ এ ক্লিক করার পর দেখতে পাবেন।

এবার সেটা ব্লুটুথ বা শেয়ার করে নতুন ফোনে নিতে হবে এবং নতুন ফোনেও একই অ্যাপ ডাউনলোড কর‍্যে হবে।

তারপর যেটা আনতে চান সেখানে ক্লিক করলে নিচের চিত্রের মতো Restore লেখা দেখা যাবে।

এখানে ক্লিক করলে রিসিভ করা ফাইলটি আসবে সেটা সিলেক্ট করলেই সবকিছু অটোমেটিক চলে আসবে।

 

বিস্তারিত জানতে  নিচের ভিডিওটি দেখুন…

ধন্যবাদ।

আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করুন। চ্যানেল লিংক:  ক্লিক করুন 
error: Content is protected !!