এক মোবাইল থেকে আরেক মোবাইলে টাকা পাঠানোর পদ্ধতি : All Bangla Tricks
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সর্বশেষ সব

এক মোবাইল থেকে আরেক মোবাইলে টাকা পাঠানোর পদ্ধতি

Link Copied!

বিভিন্ন কারনে অনেক সময় এক সিম থেকে আরেক সিমে টাকা ট্রান্সফার করার প্রয়োজন হতে পারে। নিচে ধারাবাহিকভাবে বাংলাদেশের সকল মোবাইল অপারেটরদের এক সিম থেকে আরেক সিমে টাকা ট্রান্সফার করার নিয়ম উল্লেখ করা হয়েছে।

সকল সিমের ব্যালেন্স ট্রান্সফার করার পদ্ধতি বা এক মোবাইল থেকে আরেক মোবাইলে টাকা পাঠানোর পদ্ধতি

গ্রামীনফোন থেকে ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম:

অ্যাপ ব্যবহার করে অথবা অ্যাপ ছাড়াই নির্দিষ্ট কোড ব্যবহার করে এক গ্রামীনফোন সিম থেকে অন্য আরেকটি গ্রামীনফোন সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

  • ফোন থেকে প্রথমে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য গ্রাহককে *121*1500# ডায়াল করে ১ প্রেস করতে হবে। গ্রাহক মাইজিপি অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজষ্ট্রেশনের পর প্রাপ্ত পিন সংরক্ষন করতে হবে। প্রয়োজনে পিন রিসেট করা যাবে।
    ব্যালেন্স ট্রান্সফার করার জন্য গ্রাহককে *121*1500# ডায়াল করে ২ প্রেস করতে হবে এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। মাইজিপি অ্যাপ থেকেও ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
    পিন নম্বর পরিবর্তন করতে হলে: *121*1500# ডায়াল করুন তারপর ৩ প্রেস করুন এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করুন।

অফারটি পেতে হলে গ্রাহককে ইতিমধ্যে ৬ মাসের অধিক সময় ধরে গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহার করতে হবে অথবা একবারে ৩০০ টাকা বা তার অধিক রিচার্জ করতে হবে।

রিচার্জ লিমিট: ন্যূনতম ১০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা।
যে কয়বার রিচার্জ করা যাবে: প্রতি মাসে ১০ বার রিচার্জ করা যাবে।
শুধুমাত্র প্রিপেইড সাবস্ক্রাইবারগণ অফারটি উপভোগ করতে পারবেন এবং যেকোনো প্রিপেইড/পোস্টপেইড গ্রাহককে ব্যালেন্স পাঠাতে পারবেন।
এছাড়া অন্য কোনো সার্ভিস চার্জ প্রযোজ্য নয়। গ্রাহক অন্য কোনো গ্রাহককে ৫০ টাকা পাঠালে উক্ত গ্রাহক সম্পূর্ণ ৫০ টাকাই রিসিভ করতে পারবেন।

রবি এয়ারটেল নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার
ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে রবি গ্রাহকরা রবি-থেকে-রবি নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন যে কোনো সময়, যে কোনো জায়গায়। এই পরিষেবাটি রবি গ্রাহকদের এসএমএস, ইউএসএসডি এবং মাই রবি অ্যাপের মাধ্যমে অন্যান্য রবি ব্যবহারকারীদের কাছে ব্যালেন্স ট্রান্সফারকরার সুযোগ দেয়।

নিম্নলিখিত সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে গ্রাহকরা সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন:
রবি গ্রাহকরা একটি এয়ারটেল নম্বরে ট্রান্সফার করতে পারবেন না আবার এয়ারটেল ব্যবহারকারীরাও রবি তে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে না।
রবি প্রিপেইড এবং পোস্ট-পেইড গ্রাহকরা শুধুমাত্র রবি প্রিপেইড নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন।

  • যেভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে:
    এখন আপনাকে ব্যালেন্স ট্রান্সফার পরিষেবা ব্যবহার করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে না৷ ট্রান্সফার করতে, একটি টেক্সট মেসেজের বডিতে শুধু ব্যালেন্স এর পরিমাণ (উদাহরণস্বরূপ, ২০) টাইপ করুন এবং ১২১২ ০১৮XXXXXXXX এ এসএমএস পাঠান (এখানে ০১৮XXXXXXXXX ব্যালেন্স প্রাপকের নম্বর)।
    প্রথম লেনদেনের পরে আপনি পরিষেবার জন্য স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রার্ড হবেন৷
    উপরন্তু, একটি সফল ট্রান্সফারের পরে আপনি একটি পিন কোড পাবেন৷ ভবিষ্যতের লেনদেনের জন্য অনুগ্রহ করে পিন ব্যবহার করুন। পিন বন্ধ করতে চাইলে, ১২১০ নম্বরে এসএমএস করে বন্ধ করুন।

আপনি মাই রবি অ্যাপ এবং ইউএসএসডি ব্যবহার করেও ট্রান্সফার করতে পারেন। মাই রবি অ্যাপ পরিষেবাগুলি থেকে ব্যালেন্স ট্রান্সফার সিলেক্ট করুন এবং সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন।
অনুগ্রহ করে *১২৩# ডায়াল করুন এবং ১ চাপুন। ব্যালেন্স এবং প্যাকেজ নির্বাচন করুন তারপর ব্যালেন্স ট্রান্সফার করতে ব্যালেন্স ট্রান্সফার সিলেক্ট করুন।

একইভাবে আপনার সিমে টাকা না থাকলে অন্য নাম্বারে টাকার জন্য রিকুয়েস্ট পাঠাতে পারবেন। অন্য গ্রাহক চাইলে রিকুয়েস্ট একসেপ্ট করতে পারবেন আবার রিজেক্টও করতে পারবে।

  • ব্যালেন্সের জন্য অনুরোধ করতে:
    অনুরোধ করার জন্য আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র ৬০ পয়সা থাকতে হবে।
    শুধু অনুরোধের পরিমাণ (উদাহরণস্বরূপ, ২৫) একটি টেক্সট মেসেজের বডি টাইপ করুন এবং ১২১১ ০১৮YYYYYYYY (যেখানে ০১৮YYYYYYYY হল ব্যালেন্স দাতার নম্বর) লিখে এসএমএস পাঠান।
    দাতা একটি এসএমএস হিসাবে অনুরোধ পাবেন।
    এস এম এস ছাড়াও কোড ডায়ালের মাধ্যমেও ব্যালেন্সের জন্য অনুরোধ পাঠানো যাবে। ব্যালেন্সের জন্য অনুরোধ করতে ডায়াল করুন *১৪০*৬*২#

অনুরোধ গ্রহণ করতে, Y লিখে এসএমএস-এর উত্তর দিন৷
অনুরোধটি বাতিল করতে, N লিখে এসএমএস-এর উত্তর দিন৷

অপরিচিত অনুরোধকারী বার বার বিরক্ত করলে অনুরোধকারীকে ব্লক করতে, B লিখে এসএমএস এর উত্তর দিন৷

ট্রান্সফার চার্জ:
প্রেরকের কাছ থেকে ২ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি ব্যতীত) মানে প্ররক যদি ২০টাকা পাঠাতে চায় তার একাউন্ট থেকে ২২ টাকা কেটে নেয়া হবে। সাথে ভ্যাট যোগ হবে আরো ১ টাকার মতো।
ব্যালেন্স রিসিভার থেকে কোন চার্জ নেয়া হবে না। অর্থাৎ গ্রহীতা পুরো ২০ টাকাই ব্যালেন্সে পাবে।

ট্রান্সফার শর্তাবলী:
ব্যালেন্স ট্রান্সফার পরিষেবা ব্যবহার করতে, আপনার সংযোগটি কমপক্ষে ৩০ দিনের জন্য সক্রিয় থাকতে হবে।
একজন প্রিপেইড গ্রাহক প্রতিদিন মোট ৫০০ টাকা ট্রান্সফার করতে পারেন তবে একজনকে সর্বোচ্চ ৩০০ টাকা পাঠানো যাবে একবারে।
একজন পোস্টপেইড গ্রাহক প্রতিদিন মোট ৫০০ টাকা ট্রান্সফার করতে পারেন তবে একক লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকা
প্রিপেইড এবং পোস্টপেইড উভয়ের জন্য, ট্রান্সফারকরার সর্বনিম্ন পরিমাণ ৫ টাকা এবং মাসিক সর্বাধিক ট্রান্সফারপরিমাণ ১০০০ টাকা
স্থানান্তরের পরিমাণ অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হতে হবে । যেমন ১৫.৩০ টাকা পাঠানো যাবেনা।

 

বাংলালিংক থেকে ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম:

সকল বাংলালিংক প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহক ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন অন্য বাংলালিংক প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের কাছে ব্যালেন্স ট্রান্সফার সেবাটি ব্যবহার করতে সক্ষম হবেন
এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস উপভোগ করতে আগে রেজিস্টার করতে হবে।
রেজিস্টার করতে *১০০০# কোড ডায়াল করতে হবে এবং নির্দেশনা অনুসরণ করতে হবে
পপ-আপ মেসেজ এর মাধ্যমে পিন নম্বরটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।

পিন নম্বরটি সেভ করে রাখুন
এই পিন নম্বর ব্যবহার করেই সকল ব্যালেন্স ট্রান্সফার করা যাবে
প্রিপেইড ইউএসএসডি মেন্যুতেও এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস পাওয়া যাবে

সার্ভিসের জন্য প্রয়োজনীয় ধাপসমূহ:

  • সর্বনিম্ন ৳১০ এবং সর্বোচ্চ ৳১০০ পাঠানো যাবে। একদিনে সর্বোচ্চ ৳৫০০ আর এক মাসে (৩০ দিনের মধ্যে) সর্বোচ্চ ৳১০০০ ট্রান্সফার করা যাবে (প্রেরকের জন্য প্রযোজ্য)
  • পরিমাণটি পূর্ণসংখ্যা হতে হবে আর নম্বর ব্যতীত কোনোরকম অক্ষর লেখা যাবে না এবং কোনোরকম ভগ্নাংশ থাকা যাবে না।
    ইউএসএসডি কোড *১০০০# ডায়াল করে সার্ভিসটির জন্য রেজিস্টার করতে হবে
    প্রতিদিন রাত ১২টার পর দৈনিক সীমা রিসেট করা হবে
    ইমার্জেন্সি ব্যালেন্স বকেয়া থাকলে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না
    নতুন সংযোগ চালু হওয়ার এক মাস পর গ্রাহকেরা এই সেবা উপভোগ করতে পারবে।
    এই সার্ভিসটি পেতে প্রেরক ও প্রাপকের নম্বরটি ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসের অন্তর্ভুক্ত থাকতে হবে। উভয়কেই আগে থেকে রিজেস্ট্রেশন করে নিতে হবে।
    একবার ব্যালেন্স ট্রান্সফার করার পর পরবর্তী ৩০ মিনিটের মধ্যে পুনরায় ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না (প্রেরক ও প্রাপক উভয়ের জন্যই প্রযোজ্য)
    পিন রিসেট করার জন্য আপনার NID এর শেষ ৪ সংখ্যা প্রয়োজন হবে।

 

টেলিটক ব্যালেন্স ট্রান্সফার

টেলিটকের ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটি উপভোগ করতে কোনো চার্জ প্রযোজ্য হবেনা। বিনামূল্যে ফ্রিতে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে

ব্যালেন্স ট্রান্সফার সেবাটি পেতে ডায়াল করুন * 124 * pin নম্বর * টাকার পরিমাণ * রিসিভারের মোবাইল নম্বর #

ব্যালেন্স ট্রান্সফার সেবার বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হল:

  • সকল প্রিপেইড গ্রাহক এই সেবা উপভোগ করতে পারবেন৷
    ব্যালেন্স ট্রান্সফার সেবার জন্য USSD ডায়াল করুন *124* pin নম্বর * টাকার পরিমাণ * রিসিভারের মোবাইল নম্বর # (ডিফল্ট pin নম্বর হল 1234  অথবা 12345678)।
    একক লেনদেনে সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ৫০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
    ব্যালেন্স ট্রান্সফার সেবা শুধুমাত্র টেলিটকের প্রিপেইড থেকে প্রিপেইড নম্বরের জন্য অনুমোদিত।
    দৈনিক সর্বোচ্চ ব্যালেন্স ট্রান্সফার আ্যমাউন্টঃ ৫০০ টাকা।
    দৈনিক সর্বোচ্চ ব্যালেন্স ট্রান্সফার পরিমাণঃ ১০ বার।
    মাসিক সর্বোচ্চ ব্যালেন্স ট্রান্সফার আ্যমাউন্টঃ ১০০০ টাকা।

সার্ভিসটি উপভোগ করতে কোনো চার্জ প্রযোজ্য হবেনা। বিনামূল্যে ফ্রিতে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

 

সিটিসেলের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি : 

বাংলাদেশের প্রথম চালু হওয়া সেলুলার মোবাইল অপারেটর সিটিসেল শীঘ্রই তাদের সার্ভিসে ফিরে আসবে। আকর্ষনীয় এবং বৈচিত্র্যময় ফিচারের জন্য সিটিসেল সব সময়ই সেরা।

সিটিসেল থেকে সিটিসেল সিমে ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি

আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করুন। চ্যানেল লিংক:  ক্লিক করুন 
error: Content is protected !!