১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
সর্বশেষ সব

অচেনা নম্বর থেকে মিসড কল আসলে সতর্ক হোন। যাচাই না করে কলব্যাক করবেন না!

Link Copied!

সম্প্রতি একটি প্রতারক মোবাইল গ্রাহকদের নম্বরে বিভিন্ন অচেনা নম্বর থেকে মিসড কল দিচ্ছে এবং ঐ নম্বর গুলোতে কলব্যাক করলে নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক বেশি টাকা চার্জ হচ্ছে। এধরনের নম্বরে কলব্যাক করার আগে সতর্ক হোন।

 

কিভাবে নম্বর যাচাই করবেন?

দেশীয় কোন মোবাইল নম্বর থেকে কল আসলে সাধারনত নম্বর গুলো শুরু হয়+৮৮০১ দিয়ে এবং সর্বমোট ১৩ ডিজিটের নম্বর হয়। প্রতারণার জন্য ব্যবহৃত নম্বর গুলোতে+৮৮ এর পর‘০’ থাকেনা এবং ১২ ডিজিটের নম্বর হয়। যেমন: +৮৮১৭৩৫৮১০০৪১

এধরনের নম্বরে কলব্যাক করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ।

আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করুন। চ্যানেল লিংক:  ক্লিক করুন 
error: Content is protected !!