সম্প্রতি একটি প্রতারক মোবাইল গ্রাহকদের নম্বরে বিভিন্ন অচেনা নম্বর থেকে মিসড কল দিচ্ছে এবং ঐ নম্বর গুলোতে কলব্যাক করলে নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক বেশি টাকা চার্জ হচ্ছে। এধরনের নম্বরে কলব্যাক করার আগে সতর্ক হোন।
কিভাবে নম্বর যাচাই করবেন?
দেশীয় কোন মোবাইল নম্বর থেকে কল আসলে সাধারনত নম্বর গুলো শুরু হয়+৮৮০১ দিয়ে এবং সর্বমোট ১৩ ডিজিটের নম্বর হয়। প্রতারণার জন্য ব্যবহৃত নম্বর গুলোতে+৮৮ এর পর‘০’ থাকেনা এবং ১২ ডিজিটের নম্বর হয়। যেমন: +৮৮১৭৩৫৮১০০৪১
- Advertisement -
এধরনের নম্বরে কলব্যাক করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ।
