Create Apple ID from Mobile Bangla Tutorial : All Bangla Tricks
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সর্বশেষ সব
Link Copied!

আপনি যদি আইফোন ইউজার হোন অথবা অ্যাপল এর কোনো প্রোডাক্ট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার একটি অ্যাপল আইডি থাকা বাধ্যতামূলক। তাছাড়া অনেক সময় নিজে বযবহার না করলেও অনেকেই বলে অ্যাপল আইডি খুলে দেয়ার জন্য।

তাই এখন আর কোনো ঝামেলাই হবেনা অ্যাপল আইডি খুলতে। কারন আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও অ্যাপল আইডি খুলতে পারবেন। অথবা তাকে এই পোস্টের লিংক পাঠিয়ে দিন। ব্যাস! ঝামেলা শেষ।

চলুন শুরু করা যাক কিভাবে একটি অ্যাপল আইডি খুলতে হয়।

প্রথমেই আপনার একটি জিমেইল থাকা লাগবে অথবা নতুন করে একটি জিমেইল খুলে নিতে পারেন।

তারপর গোগল সার্চে গিয়ে Apple ID লিখে সার্চ দিন।

সবার উপরের লিংকে ক্লিক করুন। অথবা এই লিংকে ক্লিক করুন

তারপর নিচের চিত্রের মত আসবে

একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন Create Your Apple ID. সেখানে ক্লিক করুন।

অথবা এই লিংকে ক্লিক করে সরাসরি সেই পেইজে চলে জান। লিংক Create Your Apple ID

তারপর উল্লেখিত তথ্যগুলো দিন

-First Name

-Last Name

-Country

-Birth date

-Gmail ID (যে জিমেইল দ্বারা আইডি খুলতে চান সেটা।)

-Password (নতুন বা জিমেইলেরটাও দিতে পারেন। আপনার ইচ্ছা)

-Security questions ( তিনটি সিকিউরিটি কুয়েশ্চেন সিলেট করে সেগুলোর উত্তর লিখতে হবে। যে কোনো কিছু লিখতে পারেন। তবে সেগুলো মনে রাখতে হবে। পরবর্তিতে পাসওয়ার্ড ভুলে গেলে প্রয়োজন হবে)

 

 

তারপর নিচের ক্যাপচা পূরণ করে Continue  তে ক্লিক করুন। কাজ শেষ। তারপর এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে কোনো অ্যাপল প্রোডাক্টে লগিন করতে পারবেন।

ট্রিকটি ভিডিও আকারে দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন।

ইউটিউব লিংক 

আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করুন। চ্যানেল লিংক:  ক্লিক করুন 
error: Content is protected !!